বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ শনিবার ২ নভেম্বর সকাল ১০ টায় বরিশাল সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক মোঃ নুরুজ্জামান, দি ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীসহ সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সমবায়িরা উপস্থিত ছিলেন। এরপূর্বে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয় পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে টাউনহলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অতিথিরা আলোচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com