মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি আজ ১৯ জুলাই বিকাল ৪ টায়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। মৎস্য ভবন বরিশালের সম্মেলন কক্ষে। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা প্রামাণ্যচিত্র প্রদর্শন ও তিন দিনব্যাপী মৎস্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, ড. মোঃ অলিয়ুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, মোঃ আজিজুল হক, আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল সদর বরিশাল, সঞ্জীব সন্নামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বরিশাল, বিমল চন্দ্র দাস, উপসহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর বরিশাল, নির্ঝর আক্তারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। মৎস্য ভবন চত্বর বরিশালে তিন দিনব্যাপী মৎস্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দরা।