মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি আজ ১৮ জুলাই সকাল ১০ টায়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছেরপোনা অবমুক্ত করন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্কিট হাউজ বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়। ৭দিন ব্যাপি মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহিদ ফারুক শামীম (এমপি) প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, জাকারিয়া, ড.মোঃ অলিয়ুর রহমান, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।র্যালি শেষ অতিথিরা মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। দুপুর ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ছিলেন।জাহিদ ফারুক শামীম (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com