জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল সার্কেল এর আয়োজনে। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল, রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি বরিশাল, মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মুহম্মদ আব্দুর রকিব, নির্বাহী প্রকৌশলী সওজ বরিশাল, খন্দকার গোলাম মোস্তফা, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) বিআরটিএ বরিশাল, মোঃ জিয়াউর রহমান, সভাপতি বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি, আজিজুর রহমান শাহিন, সাধারন সম্পাদক বরিশাল জেলা বাস মালিক গ্রুপ, মোঃ ইউনুস আলী খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সাধারন সম্পাদক এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।