সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, এবারের এ প্রতিপ্যাদ্য বিষয় নিয়ে আজ ২ ফেব্রুয়ারি সকাল ৯ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সহযোগিতায়। সার্কিট হাউজ চত্বরে, জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন।
সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিদাস শিকারী, উপ-মহাব্যবস্থাপক বিসিক বরিশাল জালিস মাহমুদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল সদর উপজেলা অবনী মোহন দাস, সংস্কৃতি জন এস এম ইকবাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদসহ হোটেল রেস্তোরাঁ মালিক, শিল্প প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপস্থিত ছিলেন।
শেখানে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা দিবসের তাৎপর্য তুলেধরে আলোচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com