বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

:
: ৪ years ago

দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি এই স্লোগান নিয়ে আজ ১০ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল জাকারিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সংস্কৃতিজন এস এম ইকবাল, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল মোঃ ফারুক হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।