জাকারিয়া আলম দিপু::আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চালকদের মাঝে সচেতনামূলক প্রচারণা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, প্রধান নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ বরিশাল মাসুদ মাহমুদ সুমন, পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল বিভাগ মোঃ জিয়াউর রহমান পিএএ , বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এসএম জাকির হোসেন, মালিক-শ্রমিক সমিতির সদস্যরা, ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশালের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
এরপর ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল এর উদ্যোগে বরিশাল নগরীর মেডিকেল কলেজ রোড, আমতলার মোড থেকে নতুল্লাবাদ সচেতনামূলক প্রচারণা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় চালকদের মাঝে সচেতনামূলক লিপলেট ও নিরাপদ সড়ক নিয়ে সচেতনা করা হয়। চালকদের গোলাপ ফুল ও মিষ্টিমুখ করিয়ে চালক ও বাইকারদের বন্ধুত্ব করার আহবান জানায় বাইক রাইডার কমিউনিটি ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল ।