বরিশালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১-৭ অক্টোবর ২০১৯ এর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

:
: ৫ years ago

আজ ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে, বিদ্যালয়ের হল রুমে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১ থেকে ৭ অক্টোবর ২০১৯ উদযাপনের লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলগামী স্কুল বহির্ভূত সকল শিশুদের ক্ষুদ্র ডাক্তারদের মাধ্যমে কৃমি নাশক ট্যাবলেট সেবন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আব্দুল লতিফ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ, মাধবী রায়, সহকারি কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ, মোঃ তরিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, মোঃ রাসেল ইকবাল, স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতিসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এর উপকারিতা এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। পরে প্রধান অতিথি স্কুলের শিক্ষার্থীদের কৃমি নাশক ঔষধ সেবনের মাধ্যমে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন।