বরিশালে জাটকা ইলিশ পরিবহন করার অপরাধে ০২ জনকে সাজা

:
: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ  গতকাল ১৮ নভেম্বর রাত ৯ টায় বরিশাল নগরীর দপদপিয়া এলাকা থেকে যাত্রীবাহি বাস থেকে জাটকা ইলিশ মাছ পরিবহন করার অপরাধে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ বইন ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারা দন্ড এবং ২০০ শতটাকা করে জরিবানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়দেব চক্রবতী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। সাজা প্রাপ্তরা হলেন মোঃ জাকির হোসেন, মোঃ লিটন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বিমল চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা ইলিশ, বরিশাল, সহ পুলিশ এর সদস্যরা। পরে প্রায় ৫ মন জাটকা ইলিশ মাছ ৩০ টি এতিমখানা, সমাজসেবা সহ অন্যান্য প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।