বরিশাল নগরীর পোর্ট রোড সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ১২০ মণ জাটকাবোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এমএম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোলার তজুমদ্দিন থেকে জাটকাবোঝাই ট্রলারটি বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিল। কোস্টগার্ড গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পোর্ট রোড সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়।
এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে ট্রলারে থাকা লোকজন নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটি জব্দ করা হয়। ট্রলার থেকে ১২০ মণ জাটকা উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এমিতখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com