বরিশালের গৌরনদীতে জরায়ু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পেটের পিড়া সইতে না পেয়ে অর্পনা রানী দাস ওরফে অপু রানী দাস (১৮) নামের এক কলেজ ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
উপজেলার উত্তর চাঁদশী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে রাতেই গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। নিহত অর্পনা সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও উপজেলার উত্তর চাঁদশী গ্রামের সুনীল দাসের কন্যা।
ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রী অর্পনা রানী দাস ওরফে অপু রানী দাস (১৮) জরায়ু ক্যান্সার রোগে ভূগছিলেন। ঢাকা মহাখালীর ক্যান্সার হাসপাতালের এক ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে তার জরায়ু ক্যান্সার ভাল হয়নি।
কয়েকদিন ধরে সে পেটের পিড়া সইতে না পেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যদের চোখের আড়ালে কীটনাশক পান করে। এরপর ওই কলেজ ছাত্রী অস্স্থু হয়ে পড়লে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com