বরিশালে জমি দখলে বাধা দেয়ায় প্রতিবন্ধীসহ ৬ জনকে কুপিয়ে জখম

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামে জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী সহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবারের সদস্য মোঃ রাজ্জাক।

জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ফজলে আলী কারী’র বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মোঃ রাজ্জাক জানান, স্থানীয় সালাউদ্দিন ও কালাম মীরাদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। এঘটনায় বরিশাল আদালতে মামলা চলছে। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ বিষয়ে আদালতে হাজিরা দিয়েছি আমরা। শুক্রবার সকাল ১০ টার দিকে মামলার বিবাদী সালাউদ্দিন ও কালাম মীরাসহ ৩০-৪০ জনের সঙ্গবদ্ধ দল আমাদের জমিতে জোরপূর্বক ঘর নির্মান করতে আসে।

এসময় আমার মামি অন্তঃসত্ত¡া খাদিজা বেগম ও স্মৃতি বেগম জমি দখলে বাধা দিলে বিবাদীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে আমার বৃদ্ধ নানু মকিমুন্নেছা (৭০), প্রতিবন্ধী ইব্রাহীম (৩৫), জাহাঙ্গীর (৫৫), শিমু আক্তার গুরুতর আহত হয়েছেন।

এক পর্যায়ে অভিযুক্ত সালাউদ্দিন কালাম মীরা সহ বেশ কয়েকজন আমাদের ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নগদ টাকা -স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসা দিতে দিবেনা বলে প্রতিপক্ষের লোকজন আমাদের গৃহবন্দী করে রাখে।

বিষয়টি আমরা বিমানবন্দর থানায় জানালে এএসআই ইউসুফ পুলিশ ফোর্স নিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এবিষয়ে এএসআই ইউসুফ বলেন, ইব্রাহিমদের দখলে থাকা জমি সালাউদ্দিন ও কালাম মীরা জবর দখল করতে যায় আর দখলে বাধা দেয়ার জেরধরে প্রতিপক্ষের হামলার শিকার হন প্রতিবন্ধি ইব্রাহীম, তার মা মকিমুন্নেছা ভাই জাহাঙ্গীর ও তার স্বজনরা। ঐ তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আমি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

হামলার ঘটনায় ইব্রাহিমরা মামলা করবেন বলে জানিয়েছেন।

তবে, এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন মিয়ার কাছে ফোনে জানতে চাইলে তিনি হামলার ঘটনা অস্বীকার করেন।