বরিশালে ছেলের মৃত্যুর শোকে মায়ের আত্মহত্যা

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের শোক সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রশান্ত হালদারের স্ত্রী সীমা হালদারের (৩৫) গলায় ফাঁস দেয়া লাশ শুক্রবার সন্ধ্যার পরে উদ্ধার করা হয়েছে। নিহত সীমার প্রিতী হালদার নামে চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

সীমার স্বামী প্রশান্ত হালদার জানান, গত বছর এক সড়ক দুর্ঘটনায় সীমার ১১ বছর বয়সী ছেলে প্রতাপ হালদার নিহত হলে ছেলের শোকে সীমা এলোমেলো কথা বলা শুরু করে। সম্প্রতি সীমার একটি অপারেশন হওয়ার পরে আরও বেশী ভেঙ্গে পরে সীমা।

 

শুক্রবার বিকেলে প্রশান্ত একটি অনুষ্ঠানে যায়। সন্ধ্যায় শিশু কন্যার কান্না শুনে সীমার বৃদ্ধ শ্বশুর প্রমথ হালদার ঘরে ঢুকে সীমাকে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।

 

এসময় বাড়ির লোকজন উপস্থিত হয়ে আগৈলঝাড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীমার সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ ঘটনায় শুক্রবার রাতে সীমার স্বামী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।