শামীম আহমেদ ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার মসজিদ গেটের অপর সাইডে ছিনতাইকারী শিক্ষার্থীদের হামলায় বরিশালের বিশিষ্ট ব্যাবসায়ী ও হোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলামের পুত্র মোঃ আকাশ ইসলামকে মারধর গুরুতর জখম করে নগদ সাথে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আহত আকাশকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় বন্দর থানায় বিশ্ববিদ্যালয়ের ছিনতাইকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার রাত ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত আকাশ বলেন, রাতে নগরীর ফলপট্রিরোডস্থ হোটেল আকাশ হোটেলের ব্যবসার কাজ সেরে ও বাংলাদেশ ক্রিকেট দল বিজয় লাভ লাভ করায় সে আনন্দে কীর্তনখোলা নদী পাড় না হয়ে মোটর বাইক নিয়ে আমার তিন দুই বন্ধু মাহমুদুল হক রিয়াদ ও শাকিল চড়কাউয়া বাড়ির যাবার সময় বিশ্ববিদ্যালয় এলাকার একটি দোকানের সামনে বাইক থামাই। এসময় তিনজন আমার কাছে এসে পরিচয় জানতে চায় তারা যখন জানতে পারে ব্যবসায়ী তখনই আমাদের ঘিড়ে সাথে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও মারধর শুরু করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আরো ৮ থেকে ১০ জন এসে পুনরায় টাকা নেওয়ার জন্য ধারালো অস্ত্র সহ বিভিন্ন লোহার রড দিয়ে শরীর বিভিন্নস্থানে আঘাত করে হাত ভেঙ্গে টাকা নিয়ে যায়। এক প্রর্যায়ে তারা ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য আমাদের ছিনতাইকারী সাজিয়ে পুলিশ খবর দেয়।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাসাথলে আমাদের চিনে ফেলে ও ঘটনা জানতে চায়। পুলিশ ঘটনাশুনে হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে এবং তাদের সাথে অশুভ আচরন করে ক্যাম্পাসের ভিতর চলে যায়।
আহত আকাশ বিশ্ববিদ্যালয়ের তার শিক্ষার্থী বন্ধুদের মাধ্যমে হামলাকারী ও ছিনতাইকারী শিক্ষার্থীদের ছবি দেখে শনাক্ত করে তাদের নাম ও পরিচয় জানতে পারেন এরা হচ্ছে জিহান মাহমুদ (ফিনান্স-৮ম ব্যাচ,সহজল রহমান-ফিনান্স ৮মব্যাচ,রেজওন মাজিদ রঙ্গন (হিসাব বিজ্ঞান ৮ম ব্যাচ, রুমান হোসাইন রাষ্ট্রবিজ্ঞান ৮ম ব্যাচ,হাসিবুল হাসান শান্ত ফিনান্স ৮ম ব্যাচ,লিমন হাসান শান্ত (রাষ্ট্রবিজ্ঞান ৮ম ব্যাচ,শিতাব খান (ভূতত্ব ও খনিজ বিদ্যা ৮ম ব্যাচ,নেওয়ার হক ভূতত্ব ও খনিজ বিভাগ ৭ম ব্যাচ সহ আরো বেশ কয়েকজন ছিল। এব্যাপারে আকাশকে উদ্ধারকারী বন্দর থানার এস.আই সামসুল আলম বলেন আমি রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থালে যাবার কিছু সময়ের আগে তারা ক্যাম্পাসের ভিতর চলে যায়।
পরে আকাশকে উদ্ধার করে একটি গাড়িতে করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এবিষয়ে বন্দর থানার ইনচার্জ (ওসি) অসাদ বলেন ঘটনা শুনেছি এখন পর্যন্ত থানায় অভিযোগ নিয়ে কেহ আসেনি আমরা অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
বেশকিছু যাবত বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে আধারে একদল মাদক সেবন করে উক্ত এলাকায় ছিনতাই হওয়ার মত কর্মকান্ড করে যাচ্ছে যা এলাকার ব্যবসায়ীরা দেখেও না দেখার চেষ্টা করে এড়িয়ে যাচ্ছেন তারা। এর প্রতিটি ঘটনার অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অভিযুক্ত করছেন এলাকাবাশী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com