‘অন্ধকার দূর কর, শিক্ষা আলো চেতনায় বর্বরতায় আঘাত হানো- সুস্থ জাতির প্রত্যাশায়’ এই স্লোগান নিয়ে বরিশাল ছাত্র ইউনিয়নের ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসান নোভেল।
পরে উদীচী বরিশাল জেলা শাখার শিল্পীদের অংশগ্রহণে দলীয় ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে টাউন হলের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার টাউন হলের সামনে এসে শেষ হয়।
এছাড়া নগরীর সদর রোডে কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সম্মেলন।
ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি দীপংকর কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি একে আজাদ।
বিশেষ অতিথি ছিলেন এআইইউবির অধ্যক্ষ ড. বুদ্ধদেব বিশ্বাস, সংগঠনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক শম্পা দাস।