বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক নাসিমকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়ে আসে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই সাইদুল হকের নেতৃত্বে একটি টিম। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এনামুল হক নাসিমের বিরুদ্ধে নিজস্ব কোচিং সেন্টারে দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।
এই যৌন কেলেংকারির বিষয়টি সোমবার পত্রপত্রিকায় প্রকাশ পেলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পাশপাশি স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে বেলা আড়াইটা পর্যন্ত এই ঘটনায় কোন শিক্ষার্থী বা অভিভাবক থানায় অভিযোগ দেয়নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com