বরিশালে ছাত্রলীগ নেতা মুনিমের পিতৃবিয়োগে সর্বমহলে শোক

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা মো: আতিকুল্লাহ মুনিমের পিতা ও নগরীর হালিমা খাতুন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো: ছায়ীদুল্লাহ ইন্তেকাল করেছেন। রোববার ভোররাতে নগরীর কলেজ রোডস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরবাদ বিএম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মুসলিম গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।

মো: ছায়ীদুল্লাহ পেশায় ইংরেজী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলসহ নানা সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।