জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বরিশালে ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে নেতাকর্মীরা।
এসময় আগে থেকেই সেখানে মোতায়েন করা বিপুল সংখ্যক পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত তাদের মিছিল করতে দেয়নি পুলিশ।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, সোহেল রাড়ি ও রফিকুল ইসলাম জনি প্রমুখ বক্তব্য রাখেন।