বরিশালে ছাত্রদলের কমিটি নিয়ে দুই যুবনেতার দৌড়ঝাপ

:
: ৬ years ago

বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলে অর্থের বিনিময় এবং নিজস্ব অনুসারী দিয়ে পকেট কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে যুবদল নেতারা এমন অভিযোগ পাওয়া গেছে।পদবিন্যাস ঠিক করে কেন্দ্রে তালিকা পাঠাতে উঠেপড়ে লেগেছে কতিপয় যুবনেতা।যারা এখনও ছাত্রদলের কমিটিতে আছে।অভিযুক্ত নেতারা হলেন বরিশাল দক্ষিন যুবদলের সাধারন সম্পাদক ও সেচ্ছায় পদত্যাগকৃত ছাত্রদলের জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এইচ এম তসলিম এবং মহানগর যুবদলের সাধারন সম্পাদক ও সেচ্ছায় পদত্যাগকৃত জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন।

যুবদলের পদে থাকলেও তারা কেন যে ছাত্রদলের কমিটি গঠনে হাত দিচ্ছেন এ নিয়ে ক্ষুদ্ধ ছাত্রদলের একাংশ। ছাত্রদলের একটি সুত্র জানায় মামুন ও তসলিম তাদের নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করতে চায়।তাছাড়া উপজেলা থেকে ছাত্রদলে পদ প্রতাশী একাধিক নেতাকর্মীকে বরিশালে ডেকে এনে কমিটি খুব শীঘ্রই দেয়া হচ্ছে এমন আশ্বস্ত করে কেন্দ্রে ঈদ শুভেচ্ছা দেওয়ার নাম করে নিচ্ছেন উপঢৌকন।উল্লেখ্য গত ৫জুন দেশের ২৪ইউনিটে কমিটি ঘোষনা করে ছাত্রদল।এর মধ্যে বরিশাল না থাকলেও কয়েকদিনের মধ্যে ঘোষনা করা হবে বরিশাল জেলা ও মহানগরের কমিটি।তবে বরিশালে এ দু যুবনেতার দুরভীসন্ধি বন্ধ করার জন্য কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মজিবর রহমান সরোয়ারের হস্তক্ষেপ কামনা করেছেন