শামীম আহমেদ ॥ বিএফডিসির নবাগত নির্বাচিত কমিটির সহ-সভাপতি, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে পরেছিলেন হাজারো দর্শক।
প্রিয় নায়কের সাথে ছবির ফ্রেমে বন্দি হওয়ার জন্য দর্শকরা সেলফি তুলতে হুমরি খেয়ে পরেন। জনপ্রিয় চিত্র নায়ক রুবেল নিজেই দর্শকদের মোবাইল ফোন হাতে নিয়ে একে একে দর্শকদের সাথে সেলফি তোলেন। এমনই এক ঘটনা ঘটেছে আজ রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলা গার্লস হাইস্কুল মাঠে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের আওতায় কারাতে প্রশিক্ষণের উদ্বোধণী প্রাকটিস করিয়েছেন মার্শাল আর্ট প্রশিক্ষক রুবেল।
উদ্বোধনী প্রাকটিসের পূর্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মার্শাল আর্ট প্রশিক্ষক ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ। মার্শাল আর্ট প্রশিক্ষণে “কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com