বরিশালে চাহিদামত টাকা না দেওয়ায় ভোটারের কাগজপত্র ছিড়ে ফেললেন কম্পিউটার অপারেটর!

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপেরটারকে চাহিদামত টাকা না দেওয়ায় এক ভোটারের কাগজপত্র ছিড়ে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নিবার্হী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের। ক্ষমা চেয়ে রক্ষাপেলো কম্পিউটার অপারেটর।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের হারেজ শিকদারের ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র মো.লিমোন শিকদার তার ভোটার রশিদ হারিয়ে যায়।

রোববার দুপুরে ওই ভোটার রশিদ উত্তোলনের জন্য উপজেলা নির্বাচন অফিসে যায়। এ সময় নির্বাচন অফিসের ডাটা-এন্টি অপারেটার কম্পিউটারম্যান এসএম ইমরান হোসেন কাগজ দিয়ে লিমোনের কাছে ৫শত টাকা দাবী করে। ইমরান হোসেন দাকীকৃত টাকা লিমোন দিতে অস্বিকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে লিমোনের সাথে থাকা কাগজপত্র চিড়ে অফিস থেকে বের করে দেয়।

এ ঘটনায় লিমোন উপজেলা নিবার্হী অফিসার এবং উপজেলা নিবার্চন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে।

অভিযুক্ত এসএম ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, আমি সরকারি ফ্রি টাকা চেয়েছি। আমার ভুল হয়েছে এমন আর কখনো হবে না।

এব্যাপারে উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, ডাটা-এন্টি কম্পিউটার অপারেটর এসএম ইমরান হোসেন ক্ষামা চায়। বিষয়টি উপজেলা নিবার্হী অফিসা সমাধান করে দিয়েছেন।

এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মো.সাখাওয়াত হোসেনর বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি সমাধান করে দিয়েছি।