আধিপত্য বিস্তার, দুই গ্রুপের সংঘর্ষ, মামলা ও বিচারের দাবিতে বরিশালের রুপাতলী ও নথুল্লাবাত বাসস্ট্যান্ড থেকে ১৭ রুটে বাস চলাচল সকাল থেকে বন্ধ থাকে প্রায় চার ঘণ্টা।
এতে ভোগান্তিতে পড়েছে বাসস্ট্যান্ডে আটকা পড়া কয়েক হাজার যাত্রী।
যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এবং মামলায় অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় নিশ্চিত করেছেন রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।
এ সময় তিনি জানান, বৃহস্পতিবার সকালে সুলতান মাহামুদ তার লোকজন নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করেছেন। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুন ভাবে গঠন হয়।
এরপর থেকে দুই গ্রুপের শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোটখাটো মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটে আসছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনাল ভবনের নিচতলায় কাউন্টারের সামনে সুলতান মাহামুদ ও সহিদুল ইসলাম টিটুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
এরপরে আহমেদ শাহরিয়ার বাবু বাদী হয়ে সুলতান মাহামুদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com