বরিশালে চরমোনাই মাহফিল ময়দান পরিদর্শনে বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

:
: ৫ years ago

আজ ২৬ নভেম্বর শুরু হচ্ছে চরমোনাই’র বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সমাবেশ। তাই এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সকল আয়োজন। চরমোনাই’র ময়দান সাজানো হয়েছে প্যান্ডেল দিয়ে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান হতে হাজার হাজার মুসল্লিরা আসতে শুরু করেছে চরমোনাই’র ময়দানে।

এদিকে বৃহত্তর চরমোনাই’র মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয়ে চরমোনাই’র ময়দান পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার)।

সোমবার (২৫ নভেম্বর) নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে চরমোনাই পরিদর্শনে যান বিএমপি পুলিশ কমিশনার। এসময় তিনি আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে কোতয়ালী থানা এবং বিএমপি’র সকল কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. জাহাঙ্গির মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) রাসেল আহমেদ, পুলিশ কমিশনারের স্টাফ অফিসার আ. হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়জুর রহমান প্রমুখ।