বরিশালে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভায় সার্বিক পর্যালোচনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরা:  আজ ৩ মে রাত ৭ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় জেলা প্রশাসকের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর্নেল (অঃ) জাহিদ ফারুক শামীম এমপি। আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস বরিশাল ২, তালুকদার মোহাম্মদ ইউনুস, সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) সরকারি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় ‘ফণী’ বরিশালে আঘাত হানার আশঙ্কা। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের পূর্বপ্রস্তুতি এরিমধ্যে সম্পন্ন করেছে জেলস প্রশাসন বরিশাল। উপকূলীয় জেলা উপজেলায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এরিমধ্যে। দুর্যোগ মোকাবেলার জন্য মজুদ ত্রান সামগ্রী প্রস্তুত করে রাখা হয়েছে। ৩৩১ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে তাতে এখন পর্যন্ত ৪০,০০০/- হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে।

স্বেচ্ছা সেবক টিমের সংখ্যা ১৫৫ টি, মেডিকেল টিমের সংখ্যা ৪০৮ টি এবং তার সদস্য সংখ্যা ২১০০ জন, এনজিও প্রস্তুত আছে ৩৩ টি যাদের সদস্য সংখ্যা ৮০০ জন, ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে ৯টি যাতে জনবল রয়েছে ১৩০ জন, শুকনো খাবারের প্যাকেট রয়েছে ২৫,০০০ হাজার, নিয়োজিত বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, নৌ পুলিশ ও গ্রাম পুলিশ সহ অন্যান্য সদস্যরা ২১৬০ জন, এ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে ২৫ টি, সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী কাজ করছে ৮৫০ জন, ২০ জন জেলা পর্যায়ের কর্মকর্তা ১০ টি উপজেলায় কাজ করছে ৮৭ টি ইউনিয়নে ৮৭ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া আছে।

ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়েসহ প্রতিটি উপজেলায় ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রাপ্তির জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করবে পরবর্তীতে কী করণীয়তা তা সিদ্ধান্ত নেয়া হবে। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সর্বস্তরের মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, কর্নেল (অঃ) জাহিদ ফারুক শামীম এমপি ও জেলা প্রশাসক বরিশাল।