আজ ১০ এপ্রিল সকাল ১১ টায় উপকূলীয় দুর্যোগ ঝুকিহ্রাস কর্মসূচি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর সহযোগিতায়। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) বরিশাল এর হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি এর যৌথ কর্মসূচি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।
রেডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক অপারেশন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ঢাকা, নূর ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আঞ্চলিক কার্যালয় বরিশাল, মোঃ আব্দুর রশীদ, উপ-পরিচালক প্রশাসন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ঢাকা, মোঃ হাসানুল আমিনসহ বরিশাল জেলা ও বরগুনা জেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সদস্যদরা উপস্থিত ছিলেন।