ঘরে গিয়ে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় বরিশাল জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান।
সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসন কর্তৃক চর কাউয়া, চাঁদপুরিয়া ও টুংগীবাড়িয়া এলাকায় মোট ৪২২ টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে নগদ ১৫০০ টাকা করে মোট ৬৩ হাজর ৩০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। ব্র্যাকের পক্ষে এ কাজে সমন্বয় করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রিপন চন্দ্র মন্ডল।
আজ সদর উপজেলার শায়েস্তাবাদ ও চারবাড়িয়া ইউনিয়নে ২০০ জন অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী এবং নগদ ১০ হাজর টাকা বিতরণ করেন সহকারী কমশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। আগৈলঝড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম আজ উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে ৩৪ টি কর্মহীন দরিদ্র পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় পৌরসভা এবং কলসকাঠি ইউনিয়নে ৪৫০ টি পরিবারের মাঝে ৪.৫ মেট্রিক টন চালসহ অন্যান্য ত্রাণ সামগ্রী এবং নগদ ৪৫ হাজর টাকা বিতরণ করেন।
উজিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস উপজেলার শোলক ও জল্লা ইউনিয়নে ৪৫ টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ ২০ হাজার টাকারসহ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বানারীপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ উপজেলার সলিয়াবাকুর ইউনিয়নের ৭৫ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বাবুগঞ্জ উপজেলা কেদারপুর ইউনিয়নে করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও কর্মহীন ২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সহকারী কমশনার (ভূমি) নুসরাত জাহান। মুলাদী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস উপজেলার সদরের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের ১২৫ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। হিজলা উপজেলায় মাননীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সমন্বয়ে হিজলা উপজেলার পাত্তনিভাঙ্গা মহিলা মাদ্রাসায় কর্মহীন দিনমজুর ও অসহায় ১১০ টি পরিবারের মাঝে ১.১ মেট্রিক টন চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তিনি জনগণকে কোভিড-১৯ নিয়ে সচেতন হওয়ায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। জেলাব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম, মোবাইল কোর্ট এবং করোনা প্রতিরোধে গৃহীত অন্যান্য কার্যক্রম প্রতিনিয়ত তদারকি করছেন জেলা প্রশাসক বরিশাল তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের জনস্বার্থে সকল ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে পাশাপাশি গুজব প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com