বরিশালে অপহরণ মামলার আসামী দুখু মিয়া (২০) গ্রেফতার এড়াতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সামনে গলায় ব্লেডের পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার (৪ মার্চ) নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর ৮নং গুচ্ছ গ্রামের ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
দুখু মিয়া নারায়ানগঞ্জের ফতুল্লা এলাকার রবিউল ইসলামের ছেলে।
নারায়নগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন জানায়, দুখু মিয়া এক মাস আগে ফতুলা থেকে একটি শিশুকে অপহরণ করে। পরে শিশুটির পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ এবং পরবর্তীতে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। তবে মুক্তি দেওয়ার শর্তে বিকাশে তাদের ২০ হাজার টাকা দেয় ওই শিশুর পরিবার। এরপরও মুক্তি না দেয়ায় গত ফেব্রুয়ারী মাসে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
গোপন সংবাদ পেয়ে সোমবার সকালে দুখু মিয়াকে গ্রেপ্তার করতে নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছগ্রামে অভিযান চালায় পিবিআই। এসময় গ্রেফতার এড়াতে পিবিআই’র সামনে গলায় ব্লেড দিয়ে পোচ দেয় আসামী দুখু মিয়া। পরে তাকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
এদিকে অপহৃত শিশুটি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় শিশুটির নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে পিবিআই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com