 
     বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আগৈলঝাড়ার-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাইপাস নামক এলাকায়।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আগৈলঝাড়ার-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাইপাস নামক এলাকায়।
আহত যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুল্লশ্রী বাইপাস এলাকা অতিক্রমকালে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব ১৮-৮৬৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে।
জসিম নামে এক যাত্রী জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে বুধবার রাত ১০টার দিকে যাত্রী নিয়ে পয়সারহাটের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। কিন্তু গাড়ির চালক ইদ্রিস মিয়া চলন্ত গাড়িতেই ঝিমুচ্ছিলেন। চালকের ঝিমুনিতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনার পরপরই চালক ও হেলাপার পালিয়ে গেছে।’
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com