বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

নগরীর ভাটিখানা এলাকার শেকসন রোডের শরীফ মঞ্জিল
নামের একটি ভাড়াটিয়া বাসা থেকে জুঁই আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কাউনিয়া থানার
এসআই হাবিবুর রহমান জানান, নিহত গৃহবধূ ও এক সন্তানের জননী জুঁই আক্তার ওই এলাকার শাজাহান মিয়ার
গলির শেকসন রোডের শরীফ মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা জুম্মান হাসানের স্ত্রী। স্বজনদের বরাত দিয়ে এসআই

আরও জানান, বুধবার দিবাগত রাতে গৃহবধূ জুঁই আক্তার সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায়
লাগিয়ে আত্মহত্যা করেন। রাত ১১টার দিকে স্বজনরা তাকে উদ্ধার কওে শেবচিম হাসপাতালে নিয়ে আসলে
কত্যর্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে গৃহবধূ জুঁই আত্মহত্যা করেছে
সে বিষয়ে তার স্বজনরা কিছুই বলতে পারছেন না।