বরিশালে গাড়িতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত!

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক রায়হান হাওলাদার (৩০) ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামের মো. আলী মিয়ার ছেলে এবং একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে সেলসম্যান রায়হনসহ দু’জন বরিশাল শহরের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে কোন একটি অজ্ঞাত যানের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হয়। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।

গাড়ির ধাক্কায় দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমরাও এমনটি শুনেছি। তবে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নই।