বরিশালে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইনুদ্দিন সরদার (১৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার বেঁজহার (মাহিলাড়া) এলাকায় বড়বাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের মজিবর সরদারের ছেলে ও মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত কলেজছাত্র সৌরভ দাসকে (১৭) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, সৌরভ দাস ও সহপাঠী মাইনুদ্দিন সরদার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন।

সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে। এতে কলেজছাত্র মোটরসাইকেল চালক সৌরভ দাস, আরোহী সহপাঠী মাইনুদ্দিন সরদার গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সৌরভকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।’