বরিশালে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আটককৃতরা হলো, নগরীর কাউনিয়া ১ম গলির মো. আব্দুর রহিম হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (৩০), রূপাতলী চান্দুর মার্কেট এলাকার মো. মহিউদ্দিন মৃধার ছেলে মো. আলাউদ্দিন আল আজাদ (৪২) এবং রাজাপুর উপজেলার আদাখোলা হাওলাদার বাড়ীর মো. বেলায়েত হাওলাদারের ছেলে মো. শামীম হাওলাদার ওরফে সৈকত হোসেন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে এক টায় বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এর মূল গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের একটি দল।
এ সময় নগরীর কাউনিয়া ১ম গলির মো. জুয়েল হাওলাদাকে আটক করে তাঁর কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাঁর দেয়া তথ্য রূপাতলী চান্দুর মার্কেট এলাকা থেকে মো. আলাউদ্দিন আল আজাদকে আটক করা হয়।
এর আগে বুধবার (২৭জুলাই) রাত সোয়া ১০ টার দিকে নগরীর ২৭নং ওয়ার্ডের রুইয়ারপোল ঠাকুর বাড়ীর পোল সড়কের রফিক হাওলাদারের দোকানের সামনে অভিযান চালানো হয়।
এসময় ঐ এলাকার আয়েশা বেগমের ভাড়াটিয়া ও রাজাপুর উপজেলার আদাখোলা গ্রামের হাওলাদার বাড়ীর মো. শামীম হাওলাদার ওরফে সৈকত হোসেনকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই এরা মাদক কারবারি করে আসছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com