বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ তিনজন যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ মে) দুপুর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ মে) দিনগত রাতে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলমের নেতৃত্বে একটি টিম নদী বন্দরের একতলা লঞ্চঘাটের পল্টুনে অভিযান পরিচালনা করে।
অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার রাজ মঙ্গলপুর এলাকার মো. নুর ইসলাম খন্দকার (২৬), মো. রাসেল মিয়া (২৬) ও মো. জসিমকে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যান কুমিল্লার গাজীপুর মধ্যপাড়া এলাকার মো. রুহুল আমীন ওরফে দুদু মিয়া (৪৫) ও বরিশালের লাকুটিয়া এলাকার মো. ফয়সাল হোসেন মিলন (৩০)।
তিনি বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আজিমুল করিম।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com