বরিশালে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্রফ্রন্টের সমাবেশ

লেখক:
প্রকাশ: ৩ years ago

নিরাপদ সড়ক ও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ (অর্ধেক) ভাড়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সাগর দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার এবং সরকারি মহিলা কলেজ শাখার সংগঠক অদিতি ইসলাম।

বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ (অর্ধেক) ভাড়ার সরকারী প্রজ্ঞাপন দাবি করেন।
সমাবেশের আগে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।