বরিশালে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী সরে দাঁড়াচ্ছেন, সমর্থন দিচ্ছেন সরোয়ারকে

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী সরিয়ে নিতে যাচ্ছে খেলাফত মজলিস। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তারা বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সমর্থন দিচ্ছে। এ  জন্য আগামী শুক্রবার দল দুটির স্থানীয় নেতারা আলোচনায় বসবেন। সভায় সন্তোষজনক আলোচনা হলেই খেলাফত মজলিসের প্রার্থী অধ্যাপক এ কে এম মাহবুবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

অন্যদিকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুবকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফীর সমর্থন দেওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলাম দাবি করছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি ইসলামভিত্তিক সংগঠন মাত্র। তাই নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেয় না হেফাজতে ইসলাম। কিন্তু ওবাইদুর রহমান মাহবুব এর আগে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের সমর্থন পাওয়ার।

খেলাফত মজলিসের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যাপক এ কে এম মাহবুব জানান, শুক্রবার বিএনপির সঙ্গে সমঝোতাসভায় বসার সম্ভাবনা রয়েছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী হেফাজতের বরিশাল বিভাগীয় আমির মাওলানা ওবাইদুর রহমান গত সোমবার চট্টগ্রামের হাটহাজারী থেকে ফিরে ঘোষণা দেন, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী তাঁকে সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে আহমদ শফীর ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আজম বলেন, ওবাইদুর রহমান মাহবুব আল্লামা শফীর সাবেক ছাত্র।