বরিশালে খাদ্য নিরাপত্তা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২ years ago

দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা ও খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে রয়েছে। খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা মানুষ নানাভাবে পারিবারিক ব্যয় সংকুচিত করে টিকে থাকার চেষ্টা করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ বৃদ্ধি হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এর সুফল জনগণের কাছে কতটা পৌঁছেছে তা নিয়ে নানান বিতর্ক রয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড বিতরণ এবং ওপেন মার্কেট সেলের (ওএমএস) সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রেতাদের লাইন দীর্ঘ হচ্ছে।

অনেকে শ্রমঘন্টা নষ্ট করে দীর্ঘ সারিতে অপেক্ষা শেষে পণ্য কিনতে না পেরে খালিহাতে ফিরছেন। সরকারি পরিষেবাগুলোতে উপকারভোগী নির্বাচনে স্বজনপ্রীতি ও চরম অনিয়মের অভিযোগ রয়েছে।

নগরীর এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে সোমবার দুপুরে ‘খাদ্য নিরাপত্তা পরিস্থিতিঃ প্রেক্ষিত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এ কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রান্তজন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কে (খানি) উদ্যোগে এ সংলাপ হয়।

সংলাপে বক্তারা আরও বলেন, সরকারি বেসরকারি খাতে চালের সরবরাহ বাড়াতে ও দাম কমাতে আমদানি শুল্ক হ্রাস করা এবং চাল আমদানির উদ্যোগ নেয়া হলেও নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করা হলেও মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা।

তাই দেশের মানুষকে নিত্যপণ্যের উচ্চমূল্য থেকে মুক্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রান্তিক ও শ্রমজীবি আয়ের মানুষের কাছে পৌঁছানোসহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ এর সভাপতিত্বে বক্তৃতা সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি শাহ সাজেদা, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) ফাহমিদা হক, বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আরা মুক্তা, সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিন, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রতিনিধি জামাল হোসেন,

ক্যাব এর সম্পাদক রনজিৎ দত্ত, আইনজীবী হিরন কুমার দাস মিঠু, আব্দুল হাই মাহাবুব ও সুভাষ দাস, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, ম্যাপ’র নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, রান’র নির্বাহী পরিচালক রফিকুল আলম, আরোহির নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, বেলা’র সমন্বয়কারী লিংকন বাইন, র‌্যাক’র নির্বাহী পরিচালক মজিবর রহমান খান, কৃষক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, নারী কৃষক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী, শ্রমিক, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, স্বানীয় ব্যবসায়ী এই সংলাপে অংশ নেন।