বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ হিরন সন্যামত (৩১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এসময় পালিয়ে গেছেন অপর মাদক বিক্রেতা হানিফ হাওলাদার (৩৭)।
এই বিষয়টি শুক্রবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে ইমেল বার্তায় সাংবাদিকদের অবহিত করা হয়।
গ্রেপ্তার হিরন ওই এলাকার মসজিদ গলির মৃত মালেক সন্যামতের ছেলে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এসময় পালিয়ে যান অপর মাদক বিক্রেতা একই এলাকার রিয়াজ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার। পরে হিরনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুইজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com