দেশের আটটি বিভাগীয় শহরে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৯ জানুয়ারী রবিবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় বরিশাল প্রান্তে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক এমপি, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি, বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা, সংরক্ষিত নারী সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন বরিশাল, অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার বরিশাল, র্যাব ৮ এর সিও, চিকিৎসক, নার্স, শিক্ষক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের অন্যান্য বিভাগের ন্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com