বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, শুক্রবার ভোররাতে মেহেন্দিগঞ্জের কালাবদর নদী এলাকা থেকে মাছগুলো উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিমল বলেন, ইলিশের উৎপাদন নিশ্চিত করতে জাটকা শিকার বন্ধে বিভিন্ন নদীতে নিয়মিত টহল দিচ্ছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ভোরে টহল দেওয়ার সময় ঘটনাস্থলে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলারকে ধাওয়া করা হয়।
“ট্রলারটি দ্রুত নদীর তীরে ভিড়িয়ে জেলেরা পালিয়ে যায়। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ মণ জাটকা উদ্ধার হয়।”
উদ্ধার করা জাটকা বরিশাল নগরীর বিভিন্ন মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে বলে এ মৎস্য কর্মকর্তা জানান।