বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সংলগ্ন নদী থেকে ট্রলারটি আটক করা হয়।
কিন্তু এই জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোন বরিশাল অফিস জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কন্টিজেন্ট কমান্ডার ডি এস শহিদুল হক’র নেতৃত্বে একটি টিম কীর্তনখোলা নদীতে অবস্থান নেয়। তখন ভোলা থেকে বরিশালের উদ্দেশে আসা একটি ট্রলারে তল্লাশি করে ১৫ মণ জাটকা পাওয়া গেছে।
পরবর্তীতে আজ (রোববার) সকালে জাটকাগুলো বরিশাল ডিসিঘাট সংলগ্ন কোস্টগার্ড পন্টুনে নিয়ে আসা হয়। সেখানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত’র উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com