বরিশালে কোরবানির গরুর মাংসে দেখা মিলল ‘আল্লাহু’ লেখা!

লেখক:
প্রকাশ: ৫ years ago

কখনো পাথরে, কখনো গাছের পাতায়, কখনো মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়। এবার বরিশালে রান্না করা কোরবানির গরুর মাংসে মিললো আরবি লেখা ‘আল্লাহু’ শব্দটি।

সোমবার কোরবানি ঈদের দিনে ওই গরু জবাইয়ের পর আজ মঙ্গলবার রান্না করার জন্য মাংস ধোয়ার সময় এক টুকরো মাংসে ‘আল্লাহু’ শব্দটি দেখা যায়।

আজ বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডের ব্যাবসায়ী জামাল মিয়ার ভবনের এক ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা ঘটে। মাংসের টুকরোটি জামাল মিয়ার কোরবানি দেয়া গরুটির।

তারা মনে করছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার কুদরতি নিদর্শন মানুষকে দেখিয়ে থাকেন। এটি তারই একটি হতে পারে বলে।

এর আগে তো আমরা গাছের পাতায় ও ফলে, পাথরে, নবজাতকের মাথায় ও কানে এভাবে ‘আল্লাহ’ শব্দ লেখা থাকার কথা শুনেছি।

বয়স্ক মানুষজন এগুলোকে আল্লাহর নিদর্শন বলেই বিশ্বাস করে বলেও করছেন তারা।