বরিশালে কোটা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবিতে মানববন্ধন

:
: ৬ years ago

সারা দেশের ন্যয় কোটা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবিতে আজ বুধবার সকাল ১০টায় ব্রজমোহন কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের বিজয় চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আয়োজিত সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম খোকন, মোকলেসুর রাহমান, পরিতোষ হালদার,তুহিন মিত্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ’র সভাপতি দীপংকর কুন্ডু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ সংসদ’র আহ্বায়ক জাহাঙ্গীর আলম জামাল, বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রজমোহন কলেজের সাবেক সভাপতি ইমরান নূর নিরব, বর্তমান সভাপতি জয় চক্রবর্তী,বাংলা বিভাগের ছাত্র আব্বাস উদ্দীন আকাশ,মোঃ লোকমান হোসেন, রুবেল মাহমুদ, পদার্থবিদ্যা বিভাগের ছাত্র অসিত গাঙ্গুলী,প্রমুখ। ঘন্টা ব্যাপী কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শত শত সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

বক্তারা কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শোষন বৈষম্যেহীন গনতান্ত্রিক বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের দাবী জানান।