মোঃ শাহাজাদা হিরাঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারি ধারাবাহিকতায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।
এ আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে আজ ২২ মার্চ সকাল ১১ টার দিকে বরিশাল নগরীর বাকলার মোড় মোহনা ক্লাব সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলায় কিছু শিক্ষার্থীদের কোচিং করাচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা।
সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রধান শিক্ষক টাউন মাধ্যমিক বিদ্যালয় মৃম্ময় বেপারী-কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।পাশাপাশি সদর রোড এলাকায় অভিযান চালিয়ে এ্যাপল ডায়াগনস্টিক কমপ্লেক্স এর নিচে রাজিয়া মেডিকেল হলকে অধিক মূল্যে মাক্স বিক্রয় করার অপরাধে মোঃ রাসেলে কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেনু অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com