বরিশালে কেক কেটে যুগান্তরের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লেখক:
প্রকাশ: ৭ years ago

“যেতে হবে বহুদূর” এই শ্লোগানে বরিশালে নৃত্যের ছন্দে ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে দি অডেশাস্ এর নৃত্য শিল্পীরা।

অনুষ্ঠানের কেক কাটেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার উত্তম কুমার পাল, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসাইন, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি) ওমর ফারুক, জেলা (উত্তর) বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলু, জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন-উল-ইসলাম হাবুল, ওয়ার্কার্স পার্টির মহানগর আহ্বায়ক শান্তি দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, মহানগর বিএনপির সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সমাজসেবক আতিকুর রহমান আতিক, বিটিএমএ সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টাস্ ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সম্পাদক বাপ্পি মজুমদার, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, স্বজন সমাবেশ সভাপতি নিলীমা সুলতানা হ্যাপী, সম্পাদক এসএম ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। অনুুষ্ঠানের সঞ্চালনা করেন যুগান্তরের রিপোর্টার সাইদুর রহমান পান্থ।