বরিশালে ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষে ডিজিটাল প্লাটফর্ম “কৃষি বাতায়ন” এবং “কৃষক বন্ধু ফোন সেবা” ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান।
বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে দেয়া তথ্য সূত্রে জানা যায়, কৃষি বাতায়নের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষি সম্পাসারণ কর্মীর সাথে কৃষকের সর্বক্ষনিক যোগাযোগ, কৃষি গবেষণার সাথে মাঠ পর্যায়ে সংযোগ সাধন, কৃষি তথ্যভিত্তিক জ্ঞানভান্ডার গড়ে তোলা ও মাঠ পর্যায়ে হতে কেন্দ্র পর্যন্ত রিপোর্ট আদান প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। এ বাতায়নের সহায়ক কৃষক মোবাইল এপ্লিকেশন কৃষক বন্ধু ফোন সেবার মাধ্যমে ৩৩৩১ নম্বরে ফোন করে নিকটস্থ কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকতার সাথে অতি সহজেই সেবা পাওয়া যাবে।
এসময় জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ওমর আলী শেখ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ ফজলুর হক, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলমসহ বিভিন্ন কৃষি, প্রাণী ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।