বরিশালে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালকে শিশু বান্ধব নগরী গড়ে তোলার লক্ষে বিসিসি- ইউনিসেফ আরবান প্রোগ্রামের অংশ হিসাবে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সহ শিশু পরিষদের শিশুরা অংশ গ্রহন করে।
ইউনিসেফের সহযোগীতায় ও বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে কিশোর-কিশোরীদের নিয়ে পুষিবট বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিসিসি প্রধান নির্বাহী কর্মকতা ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান মোঃ তৌফিক এলাহী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,বরিশাল সাবেক বিভাগীয় স্বাস্থ্য কর্মকতা ডাঃ অনিল চন্দ্র,বরিশাল বিভাগীয় সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আঃ ছালাম,বিসিস প্রধান স্বাস্থ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান,সমাজসেবক ডাঃ সৈয়দ হাবিবুর রহমান,আমর্ড পুলিশ ব্যাটালিয়ান স্কুলের প্রধান শিক্ষিকা তামান্না ফেরদৌসি।
এসময় শিশুদের স্বাস্থ্য সু-রক্ষার জন্য সুষম খাবার দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন শাকিলা ইসলাম।
এর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।