বরিশালে কাল থেকে খুলছে মার্কেট-দোকান

লেখক:
প্রকাশ: ৫ years ago

সরকারি নির্দেশে রবিবার থেকে বরিশালে মার্কেট-দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। দোকান-মার্কেট খোলার বিষয়ে সরকার স্বাস্থ্য বিধি অনুসরণ করতে বললেও এ ধরনের কোন প্রস্তুতি নেই বরিশালের ব্যবসায়ীদের। প্রস্তুতি শুধু তাদের মুখে মুখে। তবে প্রশাসন বলছে, কেউ চাইলে দোকান খুলতে পারেন আবার নাও পারেন। তবে দোকান খুললে অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে। এর ব্যতয় হলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

 

দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরও ঈদ উপলক্ষ্যে ১০ মে থেকে সারা দেশে সীমিত পরিসরে দোকান-মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দোকান-মার্কেট খুলতে হলে কিছু স্বাস্থ্য বিধি অনুসরণ করতে বলা হয়েছে। বরিশাল নগরীর প্রধান প্রধান বাণিজ্য কেন্দ্র চকবাজার, কাটপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতি এলাকায় দোকান খোলার প্রস্তুতি দেখা গেলেও দোকানের সামনে বেসিন স্থাপন, ব্লিচিং পাউডারযুক্ত পাপোস, জীবাণুনাশক স্প্রেসহ স্বাস্থ্য বিধি মানার কোন প্রস্তুতিই দেখা যায়নি।

 

বরিশালের চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ তোবারক হোসেন বলেন, আগামীকাল থেকে দোকানপাঠ খোলা রাখার ব্যাপারে মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে। দোকান খোলা রাখতে হলে অবশ্যই মানতে হবে সরকারি স্বাস্থ্য বিধি। তবে কেউ চাইলে তার দোকান বন্ধও রাখতে পারেন। মুখে মুখে স্বাস্থ্য বিধি মানার কথা বললেও কোন পূর্ব প্রস্তুতি দেখা যায়নি ব্যবসায়ীদের।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, মার্কেট-দোকান খোলা রাখার বিষয়ে দোকান মালিকদের সাথে ইতিমধ্যে পুলিশের বৈঠক হয়েছে। সরকারি নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে দোকান খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। সরকারী নির্দেশ বাস্তবায়ন তদারকি করবে পুলিশ। কেউ স্বাস্থ্য বিধি অমান্য করলে তার বিরুদ্ধে নেয়া হবে যথাযথ আইনগত ব্যবস্থা।

 

অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, কেউ দোকান খুলতে না চাইলে সেটা তার নিজস্ব ব্যাপার। তবে দোকান খোলা রাখতে হলে অবশ্যই তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর ব্যতয় হলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

 

নগরীর চকবাজার, কাটপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতি এলাকায় চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির আওতাধীন ৫ শতাধিক দোকান রয়েছে। বরিশালের এই এলাকাটি তৈরি পোশাক, শাড়ি, কাপড়, জুতা ও প্রসাধনী কেনাকাটার কেন্দ্রস্থল। যদিও সরকারিভাবে খোলার আগেই থেকেই কৌশলে খুলছে বরিশালের দোকানপাট।