প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিম্নআয়ের খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে জেলা প্রশাসন বরিশাল। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতা বরিশাল জেলার কাব স্কাউট, স্কাউট ও জেলা রোভার স্কাউটস এর সদস্যদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৭ মে রবিবার বিকাল ৩ টার দিকে নগরীর বিএম স্কুল প্রাঙ্গনে জেলা কাব স্কাউটস ও স্কাউট এর আয়োজনে ১১০ জন অসহায় স্কাউটস শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা এবং বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে মাক্স এবং স্যানিটাইজার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।
জেলা স্কাউট এর সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল পাপিয়া জেসমিন, বাংলাদেশ কাব স্কাউট এর স্কাউট এর সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিকাল ৪ টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ মুল ভবন প্রাঙ্গণে বরিশাল জেলা রোভার স্কাউটস এর আয়োজনে ৫০ জন অসহায় জেলা রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা এবং বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে মাক্স এবং স্যানিটাইজার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট বরিশাল কমিশনার, অধ্যক্ষ এস এম তাইজুল ইসলাম, সম্পাদক বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল জেলা, মোঃ নজরুল ইসলাম (এলটি) সহ বাংলাদেশ রোভার স্কাউট বরিশাল জেলার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে মাক্স এবং স্যানিটাইজার এর পাশাপাশি বিশেষ খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, বিতরণ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com