বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ পেয়েছে।
ওই তালিকায় শহরের ২০, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ড ব্যতীত ২৭ প্রার্থীর নাম রয়েছে। বাকি তিনটি ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলর প্রার্থী কে হচ্ছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাচনে ৩০ ওয়ার্ডের ২৮টিতে আওয়ামী লীগের সমর্থন দেওয়া ১৪ প্রার্থী একেবারেই নতুন। যাঁরা এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি। বাকি ১৪ জনের মধ্যে ছয়জন বর্তমান কাউন্সিলর এবং আটজন এর আগে নির্বাচনে অংশ নিয়ে জয়-পরাজয়ের স্বাদ নিয়েছিলেন। অন্যদিকে সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে দুজন নতুন প্রার্থীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
বাকি আটজনের মধ্যে পাঁচজন বর্তমান কাউন্সিলর এবং অন্য তিনজন একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে তাই দলের অনেক প্রার্থীকেই বিরোধী হেভিওয়েট প্রার্থীর সাথে ভোটযুদ্ধে অবতীর্ন হতে হবে। যে ১৪টি ওয়ার্ডে আওয়ামী লীগ নতুন প্রার্থীদের সমর্থন দিয়েছে ওই ওয়ার্ডগুলোতে আওয়ামী লীগের কোনো প্রার্থী কখনোই বিজয়ী হতে পারেননি। এ ওয়ার্ডগুলো বিএনপি প্রার্থীদের দখলে রয়েছে।
এখনো ওই ওয়ার্ডগুলোতে বিএনপি প্রার্থীদের হারানো খুবই কঠিন। তবে যাঁদের আওয়ামী লীগ প্রার্থী করেছে তাঁরা সবাই স্ব স্ব ওয়ার্ডে রাজনৈতিকভাবে শক্তিশালী। প্রত্যেকেরই রয়েছে দলীয় প্রভাব ও বিত্ত। তাই অর্থের পাশাপাশি এলাকায় প্রভাবের কারণে ১৪টি ওয়ার্ডের কয়েকটিতে এবার বিজয়ী হতে পারবেন কাউন্সিলর প্রার্থীরা এমন ধারণা নগর আওয়ামী লীগের।
সূত্রমতে, আওয়ামীলীগের পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে। বিগত ৩টি নির্বাচনে আমির বিশ্বাস লড়াই করেও জয়ী হতে ব্যর্থ হন। এ ওয়ার্ডে বিগত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ সাইদুল হাসান মামুন। পর পর তিনবার ২ নম্বর ওয়ার্ড থেকে মহানগর জাতীয় পার্টির সভাপতি এ কে এম মুরতজা আবেদীন জয়ী হয়েছেন।
এই ওয়ার্ডে হেভিওয়েট প্রার্থী মুরতজার সাথে ভোটযুদ্ধের জন্য আওয়ামী লীগ সমর্থন দিয়েছে নিখোঁজ যুবলীগ নেতা রফিকুল ইসলাম মোনায়েমের ভাই মো. আহসান উল্লাহকে। তিনি এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি। ৩ নম্বর ওয়ার্ডে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা হাবিবুর রহমান ফারুক।
তাঁর বিপরীতে অংশ নেওয়ার জন্য সংগঠনটি সমর্থন দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মৃধাকে। ৬ নম্বর ওয়ার্ডে একাধিকবার নির্বাচিত বিএনপির কাউন্সিলর হাবিবুর রহমান টিপুর বিপরীতে দেওয়া হয়েছে নতুন মুখ আকতার উজ্জামানকে। ৭ নম্বর ওয়ার্ডে একাধিকবার নির্বাচিত বিএনপির কাউন্সিলর সৈয়দ আকবরের বিপরীতে নতুন মুখ রফিকুল ইসলাম খোকন দলীয় সমর্থন পেয়েছেন।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম হাওলাদারও পর পর তিনবার নির্বাচিত কাউন্সিলর। তাঁর সঙ্গে ভোটযুদ্ধে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে ওই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুরঞ্জিত দত্ত লিটুকে। যিনি এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি। ১৫ নম্বর ওয়ার্ডের পর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা জাকির হোসেন জেলাল।
ওই ওয়ার্ডে তাঁর বিপরীতে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে যুবলীগ নেতা লিয়াকত হোসেন খানকে। একইভাবে ২১ নম্বর ওয়ার্ডে নগর যুবলীগ সদস্য শেখ সাঈদ আহমেদ মান্নাকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
যেখানে রয়েছেন বিএনপি থেকে পর পর তিনবার নির্বাচিত কাউন্সিলর আলতাফ মাহামুদ। ২০১৩ সালের নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন নগর যুবলীগ সদস্য শাকিল হোসেন পলাশ। সেই নির্বাচনে ৭২টি ভোট বাতিল হওয়ার পর জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন মাসুমের কাছে মাত্র ৫৫ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
এবার মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ছাবিদ। যিনি ভোটারদের কাছে একবারেই নতুন মুখ। একই অবস্থা নগরীর ৩০ নম্বর ওয়ার্ডেও। সেখানকার কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা দলীয় সমর্থন পাননি। যদিও গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী খায়রুল মামুনের কাছে তিনি সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলেন।
তবে মাঠ ছাড়েননি তিনি। আওয়ামী লীগের এবারের দলীয় সমর্থন ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত তিনিই নিশ্চিত ছিলেন দলীয় সমর্থনের ব্যাপারে। তবে গতকাল রবিবার সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণার তালিকায় এলো একেবারেই নতুন প্রার্থী আজাদ হোসেন কালাম মোল্লার নাম।
যিনি এর আগে কখনো কোনো নির্বাচনে অংশই নেননি। তবে নগরীর ২০ ও ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান দুই কাউন্সিলর আওয়ামী লীগের হলেও তাঁদের সমর্থন দেয়নি সংগঠনটি। কারণ ওই দুই ওয়ার্ডে এবার তাঁদের চাইতেও হেভিওয়েট প্রার্থী রয়েছেন আওয়ামী লীগে।
তাই দুটি ওয়ার্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডে একাধিকবার নির্বাচিত বিএনপির কাউন্সিলর মীর জাহিদের বিপরীতে সমর্থন দেওয়া হয়েছে নতুন মুখ মো. কামরুজ্জামান সোনাকে, ২৫ নম্বর ওয়ার্ডে একাধিকবার নির্বাচিত বিএনপির কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদারের সঙ্গে আওয়ামী লীগের সমর্থন নিয়ে লড়বেন নতুন মুখ এম সাইদুর রহমান জাকির। এর বাইরেও আরো পাঁচজন নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।
তাঁরা হলেন ৯ নম্বর ওয়ার্ডে এ এস এম মোস্তাফিজুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান দুলাল, ২৭ নম্বর ওয়ার্ডে আবদুর রশীদ হাওলাদার, ১৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম ছাবিদ এবং ৩০ নম্বর ওয়ার্ডে আজাদ হোসেন কালাম মোল্লা। বর্তমানে এ পাঁচটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর সবাই বিএনপি সমর্থিত। যাঁরা প্রার্থী হিসেবে হেভিওয়েট।
এছাড়া ৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নম্বর ওয়ার্ডে নাদের, ১০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ১১ নম্বর ওয়ার্ডে আ’লীগ নেতা মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ভুলু, ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মেহেদি পারভেজ খান, ১৬ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন খান বাদশা, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আকতারুজ্জামান হিরু, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২৪ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান শরিফ, ২৫ নম্বর ওয়ার্ডে এম সাইদুর রহমান জাকির, ২৬ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির, ২৮ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ২৯নম্বর ওয়ার্ডে মোঃ ফরিদ আহম্মেদ এবং ৩০ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা।’
অপরদিকে ১,২,৩নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে মিনু রহমানকে, ৪,৫,৬নং ওয়ার্ডে আলমতাজ বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডে কহিনুর বেগম, ১০,১১,১২নং ওয়ার্ডে মাকসুদা আক্তার মিতু, ১৩,১৪,১৫নং ওয়ার্ডে মোসাঃ কামরুন নাহার রোজী, ১৬,১৭,১৮নং ওয়ার্ডে গায়েত্রী সরকার, ১৯,২০,২১ নং ওয়ার্ডে সালমা আক্তার শিলা, ২২,২৩,২৭নং ওয়ার্ডে রেশমী বেগম, ২৪,২৫,২৬নং ওয়ার্ডে ডালিম বেগম এবং ২৮,২৯,৩০নং ওয়ার্ডে মোসাঃ রোজী বেগমকে মনোনয়ন দেয়া হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘৩০টি ওয়ার্ডে সম্ভাব্য ৮৮ জন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে আবেদন পেয়েছি। তাঁদের থেকে ৩৮ জনকে দলীয় সমর্থন দেওয়া হচ্ছে। বয়সে তরুণ যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ার ব্যাপারে আমরা সুপারিশ করেছি।
দলীয় সমর্থনের বাইরে গিয়ে যাঁরাই নির্বাচন করবেন, তাঁদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, এই তালিকাটি চূড়ান্ত নয়। পরবর্তীতে পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com