বরিশালে কসমেটিকস ও কাপড়ের নির্ধারিত মূল্যের থেকে দ্বিগুন দামে বিক্রির অভিযোগে এক দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকেলে নগরীর পুলিশ লাইন রোডের চন্দ্রদ্বীপ দোকানে অভিযান চালিয়ে তারা এ জরিমানা করেন তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক সাফিয়া সুলতানা বলেন, নির্ধারিত মূল্য তুলে দিয়ে তারা নিজেরা দাম নির্ধারন করেছে।
এছাড়া প্রতিটি পন্যে যেখানে ১৫ শতাংশ লাভ করা যাবে তার পরিবর্তে ৯০ থেকে ১০০ শতাংশ লাভ করছে দোকানটি। পরে নগরীর বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি দোকানকে সতর্ক করা হয়।
অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অভিযান পরিচালনাকারীরা।